1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিক্রেতা সংকটে হল্টেড ৬ কোম্পানির শেয়ার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পিএম

বিক্রেতা সংকটে হল্টেড ৬ কোম্পানির শেয়ার

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
up

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্সুন্সে, অগ্রণী ইন্সুরেন্স, রিং সাইন টেক্সটাইল, বিএফআইসি, মার্কেন্টাইল ইন্সুরেন্স ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি দর বেড়েছে প্রভাতী ইন্সুরেন্সের শেয়ারের। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৪৮ শতাংশ। দিনের মাঝামাঝি পর্যায়ে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ২৯ টাকায় হল্টেড হয়ে যায়। এদিন কোম্পানিটির ৭ লাখ ৭৫ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ২ কোটি ২১ লাখ টাকা

বিক্রেতা সংকটের দ্বিতীয় কোম্পানি ছিল অগ্রণী ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৭৬ শতাংশ। এটিও দিনের মাঝামাঝি এসে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ২৭ টাকায় হল্টেড হয়ে যায়। দিনভর কোম্পানিটির ৬ লাখ ৬০ হাজার ২৮৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৭৫ লাখ ১৪ হাজার টাকা।

রিং শাইন টেক্সটাইল ছিল বিক্রেতা সংকটের তৃতীয় কোম্পানি। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৩৩ শতাংশ। এটিও দিনের মাঝামাঝি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ৮ টাকা ২০ পয়সায় হল্টেড হয়ে যায়। দিনভর কোম্পানিটির ৯৫ লাখ ১৪ হাজার ১৪২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা।

বিএফআইসি ছিল বিক্রেতা সংকটের চতুর্থ কোম্পানি। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.০৯ শতাংশ। এটি দিনের প্রথম ভাগে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ২ টাকা ৪০ পয়সায় হল্টেড হয়ে যায়। এদিন কোম্পানিটির মাত্র ১২ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৩০ হাজার ১০০ টাকা।

বিক্রেতা সংকটের পঞ্চম কোম্পানি ছিল মার্কেন্টাইল ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৮২ শতাংশ। এটি লেনদেনের এক পর্যায়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে হল্টেড হয়ে যায়। তবে দিনের শেষ ভাগে এর কিছু বিক্রেতা দেখা দেওয়ায় এর সার্কিট ব্রেকার ছুটে যায়। দিনভর কোম্পানিটির ১৯ লাভ ৬২ হাজার ৫৯৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৫ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকা। এর সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ২৯ টাকা ৯০ পয়সা।

৮.৮২ শতাংশ দর বেড়ে মেট্রো স্পিনিং ছিল বিক্রেতা সংকটের ষষ্ট কোম্পানি। তৃতীয় দিনের মতো আজও এটি দিনের প্রথম ভাগে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ পর্যায়ে এসে হল্টেড হয়ে যায়। দিনভর কোম্পানিটিকে বিক্রেতা সংকটে থাকতে দেখা যায়। আজ এটি ৭ টাকা ৫০ পয়সায় হল্টেড থাকে। লেনদেন হয় ২০ লাখ ৭৪ হাজার ৪৩৯টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকা।

এছাড়া, এদিন বিক্রেতা সংকটের কাছাকাছি দরে লেনদেন হতে দেখা যায় বিডি অটোকারস ও লঙ্কাবাংলা ফিন্যান্সের শেয়ার। কোম্পানি দুটির শেয়ার দর বেড়েছে যথাক্রমে ৮.৯১ শতাংশ এবং ৮.১০ শতাংশ।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ