ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার মূল্য সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১৪০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫২৬ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ১০৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।
শেয়ারবার্তা/ সাইফুল