1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সামিট পাওয়ারের নগদ লভ্যাংশ ঘোষণা
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

সামিট পাওয়ারের নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত ৬ মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৫৪ পয়সা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৩০ পয়সা বা ১২ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ২০ পয়সা। এ হিসাবে মুনাফা বেড়েছে ২৪ পয়সা বা ২০ শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১২ পয়সায়।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ