1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সামিট পাওয়ারের রাজস্ব কমলেও মুনাফা ঊর্ধ্বমুখী
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ এএম

সামিট পাওয়ারের রাজস্ব কমলেও মুনাফা ঊর্ধ্বমুখী

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আয় প্রায় ৩৪ শতাংশ কমেছে। কিন্তু রাজস্ব আয় কমলেও কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ১৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির বিক্রয় ব্যয় (কস্ট অব সেলস) কমেছে ৪৭ শতাংশ। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ১২ শতাংশ। প্রথমার্ধের আর্থিক ফলাফলের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ হারে অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

সামিট পাওয়ারের রাজস্ব আয় সম্মিলিতভাবে প্রথমার্ধে হয়েছে ১ হাজার ২৯৩ কোটি ১২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৯৫৩ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব কমেছে ৬৬০ কোটি ৪৩ লাখ টাকা বা ৩৩ দশমিক ৮১ শতাংশ। জুলাই-ডিসেম্বর মেয়াদে কোম্পানিটির বিক্রয় ব্যয় হয়েছে ৮১৩ কোটি ৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৪৬ কোটি ২ লাখ টাকা। পরিচালন মুনাফা হয়েছে ৪৮২ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরের প্রথমার্ধে যা ছিল ৪০১ কোটি ৯২ লাখ টাকা।

কোম্পানিটির আলোচ্য সময়ে নিট মুনাফা হয়েছে ৪৫৫ কোটি ৪৬ লাখ টাকা। আগের হিসাব বছরের প্রথমার্ধে নিট মুনাফা ছিল ৩৮৩ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে জুলাই-ডিসেম্বর মেয়াদে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৭২ কোটি ২৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৮৫ শতাংশ। প্রথমার্ধে সামিট পাওয়ারের ইপিএস হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ের ২ টাকা ৫৪ পয়সার চেয়ে যা ৩০ পয়সা বা ১১ দশমিক ৮১ শতাংশ বেশি।

অন্যদিকে, আলোচ্য সময়ে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রাজস্ব আয় হয়েছে ৫৬৯ কোটি ৩২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭২৩ কোটি ৭৯ লাখ টাকা। বিক্রয় ব্যয় হয়েছে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫২৯ কোটি ২৮ লাখ টাকা। নিট মুনাফা হয়েছে ২০২ কোটি ৫৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭৯ কোটি ৬০ লাখ টাকা। ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১২ পয়সা।

সামিট পাওয়ার ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৪০ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৪০ পয়সা, ২০১৮ হিসাব বছর শেষে যা ছিল ৩১ টাকা ২৬ পয়সা।

কোম্পানিটি ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৭ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ১৮ মাসে সমাপ্ত সে হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল ৫ টাকা ৭৫ পয়সা।

সর্বশেষ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামিট পাওয়ার শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৯ টাকা ৩০ পয়সা। সমাপনী দর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩৫ টাকা ৮০ পয়সা থেকে ৪৪ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ৮ দশমিক ২, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৭।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৮১২ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬৩ দশমিক ১৮ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২২ দশমিক ১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩ দশমিক ৬৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

শেয়ারবার্ত / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ