1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ১৯ কোম্পানি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পিএম

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ১৯ কোম্পানি

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
Building icon with inscription Institutional investor. Financial data on the background.

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানিতে আগের দুই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লেও গেল ডিসেম্বরে বেশিরভাগ কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার তথ্য মিলেছে। ডিসেম্বর মাসে ৩২০ কোম্পানির মধ্যে ১৪১টি থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এবং বেড়েছে ১২৯টিতে। মাস শেষে টাকার অঙ্কে অন্তত এক কোটির বেশি বিনিয়োগ হয়েছে ৫৯ কোম্পানিতে। অন্যদিকে এক কোটি টাকার বেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে ৮৭ কোম্পানি থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত ৩২০ কোম্পানির মধ্যে ৩১৩টির শেয়ার ধারণের তথ্য মিলেছে। প্রাপ্ত তথ্যমতে, ডিসেম্বরে ১৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানি বিনিয়োগ বেশি বেড়েছে। কোম্পানিগুলোতে ১ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এর মধ্যে ৩ কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে ৫ থেকে ৯ শতাংশ।

অন্যদিকে, ডিসেম্বরে ২৬ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। কোম্পানিগুলোতে ১ শতাংশে থেকে ১১ শতাংশ পর্যন্ত বিনিয়োগ কমেছে। এর মধ্যে ৩ কোম্পানিতে বিনিয়োগ কমেছে ৭ থেকে ১১ শতাংশ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে: ডিসেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে আনলিমা ইয়ার্নে, যা কোম্পানিটির মোট শেয়ারের সাড়ে ৯ শতাংশ। শেয়ার সংখ্যার হিসাবে তা ১৬ লাখ ৯০ হাজার। এ ছাড়া মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে ৯ শতাংশের ওপর বেড়েছে। এ দুই কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার বৃদ্ধির বিপরীতে কমেছে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার।

তথ্যমতে, নভেম্বর শেষে আনলিমা ইয়ার্নে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের অংশ ছিল ৫ দশমিক ৫১ শতাংশ, যা ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। এ সময় কোম্পানিটির শেয়ারদরও ৫১ শতাংশ বেড়ে ৪২ টাকায় ওঠে।

দ্বিতীয় অবস্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে প্রাতিষ্ঠানিক শেয়ার মোটের ২১ দশমিক ৮৪ থেকে বেড়ে ৩০ দশমিক ৯৮ শতাংশে উন্নীত হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা জাহিন স্পিনিংয়ে ২৯ দশমিক ৬৮ থেকে ৩৫ দশমিক ২৬ শতাংশে উন্নীত হয়েছে। শেষ দুই কোম্পানিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ধারণের হার মোট শেয়ার বিবেচনায় ৫ শতাংশের ওপর বেড়েছে।

অন্যদিকে সমতা লেদার, স্ট্যান্ডার্ড সিরামিক ও প্রাইম ইন্স্যুরেন্সে মোট শেয়ারের বিবেচনায় ৩ থেকে প্রায় ৪ শতাংশ বেড়েছে। ২ শতাংশের ওপর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটার্স, আরডি ফুড, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, সায়হাম কটন, আল-আরাফাহ্‌ ব্যাংক ও প্রাইম টেক্সটাইল থেকে।

এছাড়া, এক শতাংশের বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ন্যাশনাল টিউবস, ফু-ওয়াং ফুড, ন্যাশনাল পলিমার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইনটেক অনলাইন, জনতা ইন্স্যুরেন্স ও সিঙ্গার বাংলাদেশে।

অন্যদিকে, টাকার অঙ্কে নিট প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিতে শীর্ষে ছিল আল-আরাফাহ্‌ ব্যাংক। কোম্পানিটিতে ডিসেম্বরে দুই কোটি ১৭ লাখেরও বেশি শেয়ার বেড়েছে, যেগুলোর বাজারমূল্য ছিল প্রায় ৩৭ কোটি টাকা। এ বিবেচনায় সিঙ্গারে নিট বিনিয়োগ হয়েছে ১৮ কোটি, স্ট্যান্ডার্ড সিরামিকে ১৬ কোটি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে ১৩ কোটি এবং স্কয়ার ফার্মায় প্রায় ১১ কোটি টাকা।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে : নভেম্বর শেষে নর্দার্ন ইন্স্যুরেন্সে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ৩২ দশমিক ৮৭ শতাংশ, যা ডিসেম্বর শেষে কমে হয় ২২ শতাংশ। কমে যাওয়া এ শেয়ারের বাজারমূল্য ছিল অন্তত ১১ কোটি টাকা। প্রাতিষ্ঠানিক শেয়ার কমার পরও অবশ্য ডিসেম্বরে এর শেয়ারদর ৭ শতাংশ বেড়ে ২৫ টাকা ছাড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ কমেছে কাট্টলী টেক্সটাইলে। নভেম্বর শেষে এ কোম্পানিতে শেয়ার ছিল মোটের ২০ দশমিক ৩৩ শতাংশ, যা ডিসেম্বর শেষে নেমেছে ১১ দশমিক ০৩ শতাংশে। তৃতীয় অবস্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্সের প্রাতিষ্ঠানিক শেয়ার সোয়া ১৯ শতাংশ থেকে কমে পৌনে ১১ শতাংশে নামে।

অন্যদিকে, ৫ থেকে প্রায় ৬ শতাংশ পর্যন্ত কমেছে সেন্ট্রাল ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, নিউ লাইন ক্লোথিংস, ফরচুন সুজ ও ইন্ট্রাকো সিএনজি রিফুয়েলিংয়ে। ৪ থেকে প্রায় ৫ শতাংশ কমেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্সে। ৩ শতাংশের ওপর কমেছে আল-হাজ টেক্সটাইলে। ২ শতাংশের ওপর কমেছে ড্রাগন সোয়েটার, ইসলামিক ফাইন্যান্স, রিংশাইন টেক্সটাইল, মেট্রো স্পিনিং, ফনিক্স ফাইন্যান্স, সিলকো ফার্মা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ভিএফএস থ্রেড, ম্যাকসন্স স্পিনিং, ফেডারেল ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা ও প্রভাতী ইন্স্যুরেন্সে।

১ শতাংশের ওপর কমেছে ডরিন পাওয়ার, বিডি অটোকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস, রিজেন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, বে-লিজিং, ফার কেমিক্যাল, এএফসি এগ্রো ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফু-ওয়াং সিরামিক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এফএএস ফাইন্যান্স, জেনেক্স ইনফোসিস, লাফার্জ-হোলসিম সিমেন্ট ও সালভো কেমিক্যাল।

তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ টাকার অঙ্কে প্রত্যাহারে শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট। ডিসেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিট বিক্রি করা ৪১ লাখ ৩৫ হাজার শেয়ারের মূল্য ছিল প্রায় ৪৪ কোটি টাকা। এর পরের অবস্থানে থাকা লাফার্জ-হোলসিমের ছিল প্রায় ৪১ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২০ কোটি টাকা করে, ফরচুন সুজে ১৮ কোটি টাকা, ডরিন পাওয়ারে ১৫ কোটি টাকা ও রিং শাইনে ১২ কোটি টাকা। এ ছাড়া কাট্টলী টেক্সটাইল, সোনারবাংলা ও নর্দার্ন ইন্স্যুরেন্সে এর পরিমাণ ছিল ১০ কোটি টাকার বেশি।

শেয়ারবার্ত / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ