1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহজুড়ে ৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
dividend-news

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ কোম্পানি অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, নিটল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

সামিট পাওয়ার : ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে সামিট পাওয়ার। আলোচ্য সময়ের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে। কোম্পানিটি লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৪ ফেব্রুয়ারি।

জিবিবি পাওয়ার: দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে জিবিবি পাওয়ার। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মার্চ। অর্থাৎ সেদিন যাদের নাম সিডিবিএলের ডাটাবেজে থাকবে তিনি এই লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

নিটল ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ২২ পয়সা।বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৫ টাকা ৮৯ পয়সা।আগামী ৩১ মার্চ রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

গ্রামীণফোন: ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য নগদ ৪০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন। এর আগে কোম্পানিটি ৯০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এই হিসাবে কোম্পানির মোট লভ্যাংশের পরিমাণ ১৩০ শতাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২৫ টাকা ৫৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৪০ পয়সা। আগামী ২১ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুযারি।

ম্যারিকো: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড আবারও অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি এ দফায় শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৩০ টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডার তথা বিনিয়োগকারীরা। ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি। এবার নিয়ে চলতি হিসাব বছরে তৃতীয় দফায় অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো। এর আগে গত বছরের ২৫ জুলাই প্রথম দফায় ২৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ এবং গত ২১ অক্টোবর ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ