তারুণ্য জীবনের সেই সময় যখন একজন মানুষ তরুণ থাকে। কিন্তু শৈশব এবং প্রাপ্তবয়স্কের মঝামাঝি সময়কেও তারুণ্য বলা হয়ে থাকে। আরেকভাবে বলা যেতে পারে, যার মধ্যে সৌন্দর্য, সজীবতা, জীবনীশক্তি, উদ্দীপনা ইত্যাদি থাকে সেই তরুণ বা তরুণী।
জেনে নিন তারুণ্য ধরে রাখতে যে সব খাবার খাবেন:
বিশুদ্ধ পানি
শরীরের সঠিক তারুণ্য ধরে রাখতে পানির কোনো জুড়ি নেই। তাই প্রতিদিন প্রচুর বিশুদ্ধ পানি পান করুন। এটি শরীরের অতিরিক্ত ওজন কমাতে এবং শরীরের কোষগুলোকে সতেজ রেখে স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখতে সাহায্য করে। তারুণ্য ধরে রাখতে প্রথমেই পানি দিয়ে শুরু করুন।
মাছের তেল বা তেলযুক্ত মাছ
মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে, যা তারুণ্য ধরে রাখে এবং অকাল বার্ধক্য কমাতে সাহায্য করে। তাই তেল জাতীয় মাছ অকাল বার্ধক্য রোধে বা তারুণ্য ধরে রাখতে খাদ্য তালিকায় রাখতে পারেন।
গ্রিন টি বা সবুজ চা
তারুণ্য ধরে রাখতে গ্রিন টি বা সবুজ চা প্রশংসিত এবং কার্যকরী একটি পানীয়। সবুজ চায়ে রয়েছে একাধিক পুষ্টি উপাদান ও খনিজ পদার্থ যেমন অ্যান্টিঅক্সিডেন্ট। যা ভাঁজহীন ত্বক এবং অভ্যন্তরীণ অবস্থা ভালো রাখতে সাহায্য করে।
ডার্ক চকলেট
ডার্ক চকলেট প্রোটিন ও ভিটামিন-বি সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। যা শরীরের বাড়তি চর্বি পুড়িয়ে ওজন কমাতে সহায়তা করে এবং চুলের গুণগত মানও ভালো করে।
রসুন
রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট বলিরেখা কমায় এবং অকাল বার্ধক্য রোধে সাহায্য করে। তাই কাঁচা রসুন খাওয়া খুবই উপকারী।
পালংশাক
পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই রয়েছ যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। পালংশাক খাদ্য তালিকায় রাখুন। এই শাক রান্না বা সালাদ যে কোনোভাবে খেতে পারেন।
আপেল
আপেলে থাকা পলিফেনল যা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে। ফ্রি রেডিকেল কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং অকাল বার্ধক্যের জন্য দায়ী। এছাড়া আপেলে রয়েছে উচ্চ আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রতিদিন একটি করে আপেল খাবেন।
ব্রকলি
ব্রকলি বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরে করে থাকে। এতে সালফারোফেন এবং ইনডোল রয়েছে যা স্ট্রেসের সঙ্গে লড়াই করে ক্যান্সারের কোষও ধ্বংস করে দেয়।
রঙ্গিন ফল
রঙ্গিন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। যা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে সহায়তা করে। যে কোনো রঙ্গিন ফল খাবেন।
বাদাম
চেহারায় তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। বাদাম বা বিশেষ করে আখরোটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে যা ত্বককে মসৃণ করে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে। আখরোটে কোলেস্টেরলের মাত্রা খুব কম থাকে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন যে কোনও বাদাম।
হলুদ
হলুদে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামমেটরি উপাদান যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে বয়সের ছাপ পড়া রোধে বিশেষ সাহায্য করে থাকে।
উপরোক্ত খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখুন এবং তারুণ্যকে উপভোগ করুন।
শেয়ারবার্তা/ সাইফুল