1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
রফতানির ১ লাখ ৪২ হাজার কোটি টাকা গায়েব!
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পিএম

রফতানির ১ লাখ ৪২ হাজার কোটি টাকা গায়েব!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

বিদেশে পণ্য রফতানির ১৭ বিলিয়ন ডলার বা ১ লাখ ৪২ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে। রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবি বলছে, বিদায়ী অর্থবছরে পণ্য রফতানি হয়েছে ৪০ বিলিয়ন ডলার। অথচ বাংলাদেশ ব্যাংকের হিসাবে অর্থ এসেছে মাত্র ৩৫ বিলিয়ন ডলার। দেশের প্রকৃত রফতানি আয় কত তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অর্থ গায়েব নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলা হয়, ২০০ কোটি টাকা নয়, ৫ বিলিয়ন ডলার রফতানি আয়ের কোনও হিসাব নেই। টাকার অংকে যা ৪০ হাজার কোটি টাকার বেশি।

এ বিষয়ে অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, ৩৫ বিলিয়ন ডলারের অর্থে এটির পরিমাণ ১৪ শতাংশ। টাকার অংকে এটির পরিমাণ ৪২ হাজার কোটি টাকা। যথেষ্ট বড় পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ইপিবির হিসাবে ৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩৫ বিলিয়ন ডলার। ফারাক ৫ বিলিয়ন ডলারের।

দেশে রফতানি আয় যতই বাড়ছে, ততই বাড়ছে ইপিবি ও বাংলাদেশ ব্যাংকের হিসাবের ফারাক। গেল ৪ অর্থবছরে মোট ১৭ বিলিয়ন ডলার বা ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আসেনি বাংলাদেশে, বলছে সংশ্লিষ্টরা।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ