1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
কাজে ফিরেছেন রিং সাইনের বিদেশী পরিচালক
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

কাজে ফিরেছেন রিং সাইনের বিদেশী পরিচালক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
Ring-Shiner-Textiles

সব গুজবের অবসান ঘটিয়ে বাংলাদেশে কাজে যোগদান করেছেন রিং সাইন টেক্সটাইলের বিদেশী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুং ওয়ে মিন। যিনি আর কোনদিন দেশে ফিরবেন না এবং রিং সাইন বন্ধ হয়ে যাবে বলে গুজব ছড়ানো হয়েছিল।

বুধবার (২৯ জানুয়ারি) রিং সাইনের এমডি বাংলাদেশে ফিরেছেন এবং বৃহস্পতিবার কারখানায় কাজেও যোগদান করেছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৯ জানুয়ারি এমডিসহ ৩ পরিচালক নিজেদের দেশে যান। এরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুং ওয়ে মিন এবং পরিচালক ও এমডির বোন সুং ওয়েন লি অ্যাঞ্জেলা এবং পরিচালক ও এমডির মামী হাসিয়ো লিউ ই চাই। এমডির শাশুরী মারা যাওয়াকে কেন্দ্র করে তারা নিজ দেশে যান। তবে এরমধ্যেই চায়না নববর্ষ হওয়ার কারনে কিছুদিন বেশি নিজের দেশে অবস্থান করেন। কিন্তু একটি মহল এটাকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ নিয়ে নিজ দেশে চলে গেছেন বলে গুজব ছড়ায়। এমন গুজবে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটি সর্ম্পক্যে আতঙ্ক তৈরী হয়েছে। অথচ আইপিও’র অর্থের টাকা আত্মসাৎ করার সুযোগ নেই এবং কোম্পানিটির ব্যাংক হিসাবেই ওই অর্থ রয়েছে। এছাড়া এমডি কাজেও যোগদান করেছেন। এরমাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন রিং সাইন কর্তৃপক্ষ। তবে এমডি ছাড়া অন্য ২ পরিচালকের কাজে যোগদান করার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোম্পানির এক কর্মকর্তা বলেন, আমরা শুরু থেকেই বলেছিলাম এমডি পারিবারিক কাজে নিজ দেশে গিয়েছেন এবং তিনি গতকাল ফিরেও এসেছেন। এখানে তাদের দীর্ঘদিনের ব্যবসা। এটা ফেলে যাওয়ার সুযোগ নেই। কিন্তু একটি মহল এমডির নিজ দেশে ফেরা নিয়ে নানা ধরনের গুজব ছড়ায়। এমনকি রিং সাইনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাহফুজুর রহমান হলেও আরেকজনের নাম ব্যবহার করে মহলটি মিথ্যা তথ্য ছড়ায়। বিষয়গুলো খুবই দুঃখজনক।

রিং সাইন কর্তৃপক্ষ একাধিক ব্যাংকের মাধ্যমে লেনদেন করে। তবে সম্প্রতি একটি ব্যাংক থেকে ভয়ভীতি দেখিয়ে ব্র্যাক ব্যাংকের হিসাবে থাকা আইপিও ফান্ডগুলো ওই ব্যাংকে স্থানান্তর করতে বলেন। একইসঙ্গে ওই ব্যাংকের মাধ্যমে এলসি কার্যক্রম পরিচালনা করতে হূমকি দেন। কিন্তু রিং সাইনের পর্ষদ অন্য ব্যাংকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে চায়। এমন সিদ্ধান্তে ওই ব্যাংক কর্তৃপক্ষ রিং সাইনের বিদেশী পরিচালকদের সরাসরি হূমকি দিয়েছে। এতে অনেকটা ভীত হয়ে পড়েন রিং সাইনের বিদেশী পরিচালকেরা।

গত ১০-১২ দিন ধরে রিং সাইনের আইপিও ফান্ড আত্মসাৎ নিয়ে শেয়ারবাজারে নানা ধরনের গুজব ছিল। এরমধ্যে কোম্পানিটির বিদেশী পরিচালকেরা আইপিওতে উত্তোলিত ১৫০ কোটি টাকার মধ্যে ৯০ কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছেন অন্যতম। তারা আর দেশে ফিরবেন না। এমন খবরে বিনিয়োগকারীদের মধ্যে রিং সাইন নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। কোম্পানিটিতে বিনিয়োগ রাখা, না রাখা নিয়ে দুঃশ্চিন্তায় বিনিয়োগকারীরা।

রিং সাইনের ব্যাংক স্টেটমেন্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ি, কোম্পানিটির আইপিও ফান্ডের জন্য ব্র্যাক ব্যাংকে ৪টি হিসাব রয়েছে। এরমধ্যে আইপিওতে বাংলাদেশীদের আবেদনের জন্য ১টি, বিদেশীদের মধ্যে ডলারের জন্য ১টি, ইউরোর জন্য ১টি এবং পাউন্ডের জন্য ১টি হিসাব।

ব্যাংক হিসাব অনুযায়ি, রিং সাইনের আইপিও ফান্ডের ৪ হিসাবে ১৫০ কোটি টাকার মধ্যে ৯৭ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার টাকা রয়েছে। এছাড়া ৫০ কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে ও আইপিওবাবদ ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। আর ব্যাংকে আইপিও ফান্ড রাখায় সুদজনিত ৯৯ লাখ ৪৯ হাজার আয় হয়েছে।

আইপিও হিসাবের ৪টির মধ্যে বাংলাদেশীদের জন্য ১৫০১২০২৭৩৯৪২৬০০৩ নম্বর ব্যাংক হিসাবে ৮২ কোটি ১০ লাখ ৫৬ হাজার টাকা, ১৫০১২০২৭৩৯৪২৬০০৪ নম্বর হিসাবে ১৭ লাখ ৮৭ হাজার ডলার বা ১৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা, ১৫০১২০২৭৩৯৪২৬০০৫ নম্বর হিসাবে ৬ হাজার ৮৪২ পাউন্ড বা ৭ লাখ ৫৭ হাজার টাকা এবং ১৫০১২০২৭৩৯৪২৬০০৬ নম্বর হিসাবে ২ হাজার ৭০৭ ইউরো বা ২ লাখ ৫৮ হাজার টাকা রয়েছে। অর্থাৎ রিং সাইনের আইপিও ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে ৯৭ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার টাকা রয়েছে।

রিং শাইন টেক্সটাইল পুঁজিবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করেছে। এরমধ্যে প্রসপেক্টাসে উল্লেখ অনুযায়ি, ৫০ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করা হয়েছে। যা দিয়ে ঢাকা ব্যাংকের ২৮ কোটি টাকা ও প্রিমিয়ার ব্যাংকের ২২ কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। আইপিওতে ডিএসইর ফি ১ কোটি ৮০ লাখ টাকাসহ মোট ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি টাকা দিয়ে যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় করা হবে। যা ক্রয়ে সময়সীমা রয়েছে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ