পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (২৯ জানুয়ারি) কোম্পানিটির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৬ পয়সা। আগের বছরও কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামী ৩১ মার্চ, ২০২০ সকাল ১১টায় রাজধানীর স্প্রেকট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ, ২০২০।
শেয়ারবার্তা / হামিদ