পুজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ড দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’১৯-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ফান্ড দুটি মুনাফা থেকে লোকসানে নেমে এসেছে। ফান্ডগুলো হলো: এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ও ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২১ পয়সা। ছয় মাসে (অক্টোবর’১৯-ডিসেম্বর’১৯) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর,২০১৯ পর্যন্ত ইউনিট প্রতি সম্পদ মূল্য ১১ টাকা ১১ পয়সা (মার্কেট প্রাইস) এবং ১১ টাকা ৭৬ পয়সা (কস্ট প্রাইস)।
দ্বিতীয় প্রান্তিকে ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর,২০১৯ পর্যন্ত ইউনিট প্রতি সম্পদ মূল্য ৯ টাকা ৩১ টাকা (মার্কেট প্রাইস) এবং ১১ টাকা ২১ পয়সা (কস্ট প্রাইস)।
শেয়ারবার্তা / আনিস