1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পতনের বাজারে বিক্রেতা নেই ৭ কোম্পানির
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

পতনের বাজারে বিক্রেতা নেই ৭ কোম্পানির

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় পুঁজিবাজারের লেনদেন শেয় হয়েছে পতন প্রবণতায়। তবে পতনের বাজারেও বিক্রেতা ছিল না ৭ কোম্পানির। কোম্পানিগুলো হলো-জিলবাংলা সুগার, কেডিএস এক্সেসরিজ, ওয়াইমেক্স ইলেকট্রোড, শ্যামপুর সুগার, ঢাকা ডাইং, ম্যাকসন্স স্পিনিং ও মেট্রো স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আগের দুই কার্যদিবসের ন্যায় ঝিলবাংলা সুগার ও শ্যামপুর সুগারের শেয়ার আজ তৃতীয় কার্যদিবসেও লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। আজ জিলবাংলা সুগার ও শ্যামপুর সুগারের দর বেড়েছে যথাক্রমে ৯.৮৭ শতাংশ ও ৯.৭৩ শতাংশ।

অন্যদিকে, দিনের প্রথম ভাগে কেডিএস এক্সেসরিজ ও ওয়াইমেক্স ইলেকট্রোডের শেয়ারও বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। কোম্পানি দুটির শেয়ার দর বেড়েছে যথাক্রমে ৯.৮৭ শতাংশ ও ৯.৭৬ শতাংশ।

অপরদিকে, লেনদেনের এক পর্যায়ে ঢাকা ডাইং, ম্যাকসন্স স্পিনিং ও মেট্রো স্পিনিংয়ের শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। কোম্পানি তিনটির শেয়ার দর বেড়েছে যথাক্রমে ৯.৩৮ শতাংশ, ৮.৭০ শতাংশ ও ৮৬২ শতাংশ।

এছাড়া, মালেক স্পিনিং এবং মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের শেয়ারও বিক্রেতা সংকটের কাছাকাছি লেনদেন হয়। কোম্পানি দুটির শেয়ার সার্কিট ব্রেকারের প্রায় শেষ ধাপে লেনদেন হয়।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ