পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার রাজধানীর খামারবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচ্য বছরে কোম্পানিটি ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
সভায় কোম্পানির চেয়ারম্যান রেজাউল হায়দার বলেন, জ্বালানি তেল পরিশোধন ব্যবসায় একমাত্র কাঁচামাল কনডেনসেট চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণে যোগান না থাকায় ব্যবসায় আশানুরূপ উন্নতি হয়নি।
তিনি বলেন, জ্বালানি তেল পরিশোধন ব্যবসায় একমাত্র কাঁচামাল কনডেনসেট এর চাহিদার বিপরীতে যোগানের পরিমাণ ছিল খুবই অপ্রতুল। ফলে ৯০ ভাগ সহযোগী প্রতিষ্ঠানের পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী অপারেশন পরিচালনা করতে পারেনি। মোট মুনাফা আশানুরূপ উন্নতি না হবার নেপথ্যে এটি একটি বড় কারণ।
সভায় শেয়ারহোল্ডারা লভ্যাংশ অনুমোদনসহ মোট ৯টি এজেন্ডা অনুমোদন করেন। এছাড়া গত বছর (২০১৯) ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম। তার মৃত্যুতে কোম্পানির চেয়ারম্যান শোক প্রস্তাব করেন এবং শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৩২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩৩ টাকা ৮৮ পয়সা।
শেয়ারবার্তা / আনিস