1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ এএম

সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
share-market-dse-cse

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৩৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৭ কোটি ৮৬ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৪৮ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৬৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ