আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারস ইউনিট ফান্ডে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। এই ফান্ডের প্রতি ইউনিটের বিপরীতে ৩ টাকা নগদ লভ্যাংশ দেওয়া হবে।
মঙ্গলবার অনুষ্ঠিত আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারস ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ওই লভ্যাংশ অনুমোদন করা হয়। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে যেসব বিনিয়োগকারীর নাম আলোচিত ফান্ডের রেজিস্টারে লিপিবদ্ধ ছিল, তারাই কেবল ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
যেসব ইউনিটহোল্ডার ইউনিট কেনার সময় আবেদনপত্রে তাদের ব্যাংকের নাম উল্লেখ করেননি তাদেরকে আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে অফিস সময়ে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অফিস থেকে হাতেহাতে ডিভিডেন্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন। এ সময়ে সংগ্রহ করা না হলে এসব ওয়ারেন্ট সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
অন্যদিকে যারা আবেদনপত্রে ব্যাংকের নাম উল্লেখ করেছেন, তাদের ডিভিডেন্ড সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পাঠিয়ে দেবে।
শেয়ারবার্তা / আনিস