পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তৃতীয় দফায় অন্তবর্তী লভ্যাংশ (Interim Dividend) ঘোষণা করেছে। কোম্পানিটি এ দফায় শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৩০ টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
২৮ জানুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত ম্যারিকোর পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ প্রদানের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।
এবার নিয়ে চলতি হিসাব বছরে তৃতীয় দফায় অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো। এর আগে গত বছরের ২৫ জুলাই প্রথম দফায় ২৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ এবং গত ২১ অক্টোবর ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। তিন দফায় কোম্পানিটি ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো।
শেয়ারবার্তা / আনিস