২০১৯ সালে ১৪ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের শেষ প্রাপ্তিকে (অক্টোবর-ডিসেম্বর) গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ৭ লাখ। এ ছাড়া ২০১৮ সালের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে টেলিকম খাতের প্রতিষ্ঠানটির মোট গ্রাহক এখন ৭ কোটি ৬৫ লাখ।
আজ মঙ্গলবার প্রকাশিত ২০১৯ সালের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
২০১৯ সালে ইন্টারনেট সেবা খাত থেকেই কোম্পানিটির আয় বেড়েছে ১৭ শতাংশ। মোট গ্রাহকের মধ্যে ৪ কোটি ৬ লাখ বা ৫৩ দশমিক ১ শতাংশ গ্রামীণফোনের ইন্টারনেট সেবা ব্যবহারকারী।
কোম্পানিটি জানায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে কোম্পানিটি আয় করেছে ৩ হাজার ৬২০ কোটি টাকা, যা আগের বছর একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি জানায়, চতুর্থ প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। শেষ প্রান্তিকে নেটওয়ার্ক আধুনিকায়নের পাশাপাশি ৭১৫টি নতুন ফোর–জি সাইট করা হয়েছে। গত বছর শেষে গ্রামীণফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৮। কর, ভ্যাট, ফোর–জি লাইসেন্স ফি, স্পেকটার্ম অ্যাসাইনমেন্ট ফি, ডিউটি ও ফি বাবদ ৮ হাজার ৫১০ কোটি টাকা প্রদান করেছে কোম্পানিটি, যা মোট আয়ের ৫৯ দশমিক ২ শতাংশ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘রেগুলেটরি দৃষ্টিকোণ থেকে গত বছর কঠিন সময়ের পার করেছে গ্রামীণফোন। তবে চমৎকারভাবে বাজার–পরিকল্পনা বাস্তবায়ন এবং নেটওয়ার্কে আমাদের শক্তিশালী অবস্থান ধরে রাখার মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।’
শেয়ারবার্তা / আনিস