1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিক্রেতা সংকটে ৬ কোম্পানির শেয়ার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

বিক্রেতা সংকটে ৬ কোম্পানির শেয়ার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, কপারটেক, ঢাকা ইন্সুরেন্স, জিবিবি পাওয়ার ও নর্দার্ন জুট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ জিলবাংলা সুগার মিলের শেয়ার ৩৮ টাকা ৫০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। গত দুই দিনও কোম্পানিটির শেয়ার হল্টেড ছিল। আজ এর মাত্র ৫ হাজার ২৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ২ লাখ ২ হাজার টাকা।

একই গ্রুপের শ্যামপুর সুগার মিলের শেয়ার ২৯ টাকা ৮০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। এটিও লেনদেনের শুরুতে হল্টেড হয়ে যায়। গত দুই দিনও এটি হল্টেড ছিল। আজ এর মাত্র ৪ হাজার ৭৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা।

কপারটেক ইন্ডাষ্ট্রিজের শেয়ার ২৪ টাকা ৩০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। এর লেনদেন শুরু হয় গতকালের চেয়ে কম দরে। আজ এর ইপিএস ঘোষণা আসে। কোম্পানিটির ইপিএস আগের বছরের তুলনায় কমে গেছে। এ কারণে দিনের শুরুতে নেতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরই এর দর বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে এটি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড যায়। আজ এর ১৭ লাখ ২৬ হাজার ৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ৪ কোটি ৮৩ হাজার টাকা।

লেনদেনের এক পর্যায়ে ঢাকা ইন্সুরেন্সের শেয়ার ৩৫ টাকা ৯০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। আজ এর ৮ লাখ ৭ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ২ কোটি ৮৪ লাখ ১১ হাজার টাকা।

জিবিবি পাওয়ারের শেয়ারও লেনদেনের এক পর্যায়ে ১৪ টাকা ৭০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। আজ এর ১৭ লাখ ২২ হাজার ৬৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ২ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা।

নর্দার্ন জুটের শেয়ার দিনের শেষভাগে এসে ৪৮৩ টাকা ৬০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। গতকালও এটি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল। এর আগে কয়েকদিন ক্রেতা সংকেটে পড়ে হল্টেড ছিল। আজ এর ১ লাখ ৬ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ৫ কোটি ১ লাখ ৫২ হাজার টাকা।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ