1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ার ব্যবসা করতে পারবেন মার্চেন্ট ব্যাংকের এমডিরা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ এএম

শেয়ার ব্যবসা করতে পারবেন মার্চেন্ট ব্যাংকের এমডিরা

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
BSEC

মার্চেন্ট ব্যাংকার অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার বিধিমালায় বেশকিছু পরিবর্তন এনে সম্প্রতি গেজেটে প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত বিধিমালায় মার্চেন্ট ব্যাংকের এমডি ও সিইওরা ইস্যু ব্যবস্থাপক হিসেবে যে কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কাজ করবেন, সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন না। তবে অন্যান্য কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বাধা নেই। আগে মার্চেন্ট ব্যাংকের এমডিদের শেয়ার ব্যবসায় বিধিনিষেধ ছিল।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ২৪-এর উপধারা (১)-এর ক্ষমতাবলে এ সংশোধনী আনা হয়েছে।

সংশোধনী অনুসারে, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তি কোনো স্টক এক্সচেঞ্জের বা স্টক এক্সচেঞ্জের কোনো ট্রেকহোল্ডারের বা কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানির বা কোনো ইস্যুয়ার কোম্পানির সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় ব্যতীত অন্য কোনো কিছুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে জড়িত থাকতে পারবেন না।

তবে শর্ত থাকে যে, কোনো মার্চেন্ট ব্যাংকার ইস্যু ব্যবস্থাপক হিসেবে যেই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা করবেন, সেই কোম্পানির কোনো সিকিউরিটিজ সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকার বা উহার ব্যবস্থাপনা পরিচালক বা সিইও ক্রয় বা অন্য কোনোভাবে গ্রহণ করতে পারবেন না। তাছাড়া ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালনকারী মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও কোনো মার্চেন্ট ব্যাংকারের শেয়ারহোল্ডার বা উদ্যোক্তা বা পরিচালক হিসেবে থাকতে পারবেন না।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ