বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৬৫ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৮৬৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩৩ কোটি ৩২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৫.৮৮ শতাংশ। এর মাধ্যমে লাফার্জহোলসিম ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ১০৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং ৬৭ কোটি ৯১ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে এস এস স্টিল।
এছাড়া খুলনা পাওয়ারের ৬৪ কোটি ২ লাখ ৭০ হাজার টাকার, গ্রামীণফোনের ৬২ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার, বিকন ফার্মার ৪৭ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার, সিঙ্গার বিডির ৪৪ কোটি ৯২ লাখ ৫১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৪ কোটি ৫ লাখ ১২ হাজার টাকার, এডিএন টেলিকমের ৪৩ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ৪২ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা / আনিস