1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
১২ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারদর ও লেনদেন ঊর্ধ্বগতি
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পিএম

১২ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারদর ও লেনদেন ঊর্ধ্বগতি

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স কোম্পানির সংখ্যা ৪৭টি। কোম্পানিগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে ১২টি কোম্পানির শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এরমধ্যে ৬টি কোম্পানির শেয়ারদরে ছিল চাঙ্গাভাব এবং ৬টি কোম্পানির লেনদেনে ছিল ঊর্ধ্বগতি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যে ৬টি কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব ছিল, সেগুলো হলো- গ্লোবাল ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স এবং রূপালী লাইফ ইন্সুরেন্স।

আলোচ্য সপ্তাহে গ্লোবাল ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৩.৮৬ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ১৭.২৫ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ১৭.০৯ শতাংশ, কর্ণফুলী ইন্সুরেন্সের ১৬.৫১ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ১৪.১৭ শতাংশ এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৪.৪৯ শতাংশ।

অন্যদিকে, যে ৬টি কোম্পানির লেনদেনে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা, সেগুলো হলো- কর্ণফুলী ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স (বিএনআইসিএল) এবং নর্দার্ন ইন্সুরেন্স।

আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে কর্ণফুলী ইন্সুরেন্সের লেনদেন হয়েছে ৮৭ লাখ ২৩ হাজার ৬০৩ শেয়ার, পাইওনিয়ার ইন্সুরেন্সের ৭৪ লাখ ২৪ হাজার ৩০ শেয়ার, সোনারবাংলা ইন্সুরেন্সের ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪১ শেয়ার, সিটি জেনারেল ইন্সুরেন্সে ৪৪ লাখ ১৬ হাজার ২৮১ শেয়ার, নর্দার্ন ইন্সুরেন্সে ৩৭ লাখ ৫০ হাজার ৫৫৪ শেয়ার এবং বিএনআইসিএলের ৩৬ লাখ ৭৩ হাজার ৪২৯ শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইন্সুরেন্স খাতের কোম্পানিগুলো ডিসেম্বর ক্লোজিং হওয়ায় বর্তমানে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার প্রক্রিয়ায় রয়েছে। এবছর কোম্পানিগুলো ভালো লভ্যাংশ ঘোষণা করতে পারে। কারণ বিদায়ী বছরে কোম্পানিগুলো আগের বছরের তুলনায় ভালো মুনাফা করেছে-এমনই গুঞ্জন রয়েছে পুঁজিবাজারে। এসব কারণে ইন্সুরেন্স খাতের কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়েছে বলে তারা মনে করছেন।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ