1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পিএম

বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
loser-top-ten

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি। এসএস স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে এর সর্বমোট ৬৭ কোটি ৯১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন হয়েছে। যা ছিল গড়ে প্রতিদিন ১৩ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।

দর পতনের দ্বিতীয় স্থানে ছিল মোজাফ্ফর হোসাইন স্পিনিং। আলোচ্য সপ্তাহে এর দর কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ৩ কোটি ৭ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিক দর পতনের তৃতীয় স্থানে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানি সর্বশেষ ৫৮২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মা, তসরিফা ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, মেঘনা কনডেন্সড মিল্ক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনার্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

শেয়ারাবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ