বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে এর সর্বমোট ৮ কোটি ৬ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন হয়েছে। যা ছিল গড়ে প্রতিদিন ১ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল সী পার্ল বিচ। আলোচ্য সপ্তাহে এর দর বেড়েছে ৩১ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ২৮ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা।
বাংলাদেশ সাবমেরিন কেবল দর বৃদ্ধির তৃতীয় স্থানে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ১৩ শতাংশ। কোম্পানি সর্বশেষ ১০৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, হাইডেলবার্গ সিমেন্ট, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, বেক্সিমকো ফার্মা, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও বিডি ল্যাম্পস।
শেয়ারাবার্তা / আনিস