1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সিহান আবরার চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে।

পরস্পর যোগসাজশে আমানতকারীদের আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনসহ সমবায় সমিতি আইন লঙ্ঘনের অভিযাগে তাদের বিরুদ্ধে এ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বৃহস্পতিবার (২৩ জানুয়ানি) মামলার অনুমোদন দেয়া হয় বলে জানা গেছে।

মামলার অন্য দুই আসামি হলেন- ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুন নাহার।

অভিযোগের বিবরণে জানা গেছে, শিহান আবরার চৌধুরির ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিজের অবৈধ প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শামসুন্নাহারের সহায়তায় আমানতকারীর আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে ঋণ হিসেবে গ্রহণ করে তা আত্মসাৎ করেন।

আত্মসাতের টাকা দিয়ে ঢাকার বনানী ডিওএইচএস ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় নিজ নামে সম্পত্তি অর্জন করেন তারা। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের আমানতের টাকায় অবৈধভাবে ঋণ গ্রহণ এবং ওই অর্থ স্থানান্তর, রূপান্তর করার মাধ্যমে সম্পদ অর্জন করে তারা দণ্ডবিধির ৪০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলার অনুমোদন দিয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে। তার নেতৃত্বে ঢাকার একটি টিম এ মামলার তদন্ত করছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ