1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কর ছাড় দেয়ার চিন্তা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৭ এএম

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কর ছাড় দেয়ার চিন্তা

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

সাম্প্রতিককালে দেশের পুঁজিবাজারের ধ্বস মারাত্মক আকার ধারণ করে। এরপর বাজারটিকে চাঙা করতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে সরকার। এ পদক্ষেপে টানা তিনদিন বড় উত্থানের পর মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়। সেই সঙ্গে কমে লেনদেনের পরিমাণও।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের বিক্রির চাপে এই দরপতন হয়েছে বলে মনে করছেন। তবে পুঁজিবাজারে এ রকম দুই একদিন পরপর যেন বড় উত্থান-পতন না হয় সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এ পরিকল্পনা অন্যতম হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগকারী লস করলে তাদেরকে কর ছাড় দেয়া যায় কিনা সেটি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বসে ঠিক করতে চায় অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রীর সঙ্গে পুঁজিবাজার উন্নয়নে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবনার যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি কমিটি গঠিন করেছে। এ কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মাকসুরা নূর আর সদস্য সচিব হচ্ছেন উপ-সচিব ড. নাহিদ হোসেন।

কমিটিতে আরো রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক।

এ কমিটি পুঁজিবাজারের পতন ঠেকাতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের গতকাল সোমবার জরুরি বৈঠক করে। আর পরের দিনই অর্থাৎ আজ মঙ্গলবার নিজেরা আবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বৈঠক করে পুঁজিবাজারের স্থিতিশীলতায় একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ঠিক করে।

আজকে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে বৈঠকে উপস্থিত এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘শেয়ার মার্কেটকে কীভাবে গেইন করা যায়, বিভিন্ন কোম্পানিকে পুঁজিবাজারে আনা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে’।

তিনি বলেন, ‘আমরা পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য বিনিয়োগ সংক্রান্ত করণীয় ঠিক করতে বিডার সাথে বসব। পুঁজিবাজার সহায়ক কর নীতিমালা ঠিক করতে এনবিআরের সঙ্গে বসব। আমরা আজকে একটা দীর্ঘমেয়াদি ওয়ার্ক প্ল্যান করেছি। আমরা পুঁজিবাজারের জন্য দীর্ঘ মেয়াদি প্ল্যানিং নিচ্ছি’।

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য আরও কি কি করা যায় সে বিষয়ে করণীয় ঠিক করতে আমরা নিয়মিত স্টেকহোল্ডারদের সাথে বসব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীদের প্রটেক্টক করা’।

আজকে কনক্রিট কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ‘এনবিআরের ট্যাক্সের বিষয়ে আজকে মূলত আলোচনা হয়েছে। পুঁজিবাজারে একজন বিনিয়োগকারীকে যদি ১০ টাকা শেয়ার কিনে ৬ টাকায় বিক্রি করতে হয়। তারপরও যদি ট্যাক্স দিতে হয়, তাহলে তার লসের পরিমাণটা আরও বেড়ে যায়। তাহলে তো বিনিয়োগকারী রিয়েল লস ৫ টাকা হয়ে গেল’।

‘এক্ষেত্রে যারা বিনিয়োগ করে লস করছে তাদেরকে কর ছাড় দেয়া যায় কিনা এসব বিষয় এনবিআরের সঙ্গে বসে নির্ধারণ করা হবে।’ ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আগামীতে কার সঙ্গে বসবেন জানতে চাইলে তিনি বলেন, গতকালকেই তো আমরা বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে বসেছিলাম। পুঁজিবাজার সম্পৃক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আমরা প্রতি সপ্তাহেই বসব। এনবিআরের সঙ্গেও বসব।

এদিকে পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নীতিনির্ধারণী সভায় স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ অচিরেই বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছে বিএসইসি।

ওইসব পদক্ষেপের মধ্যে রয়েছে-পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো; মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কতিপয় সহজশর্তে ঋণ সুবিধার ব্যবস্থা করা; আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানো; বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও দেশীয় বাজারে আস্থা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া; প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেয়া এবং বাজারে মানসম্পন্ন আইপিও বাড়াতে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের উদ্যোগ নেয়া।

এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় যথাযথ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে মর্মে সভায় আলোচনা হয়েছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ