ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪৩৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩১ কোটি ৬১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪০৬ কোটি ৮০ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৩৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল