1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পাঁচ ইন্সুরেন্স কোম্পানির লেনদেনে উল্লম্ফন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

পাঁচ ইন্সুরেন্স কোম্পানির লেনদেনে উল্লম্ফন

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৭টি ইন্সুরেন্স কোম্পানির মধ্যে আজ (রোববার) ৫টি ইন্সুরেন্স কোম্পানির লেনদেনে উল্লম্ফন দেখা গেছে। এই ৫ কোম্পানির শেয়ার ছিল ইন্সুরেন্স খাতের কোম্পানিগুলোর মধ্যে আজ সর্বোচ্চ। কোম্পানিগুলোর লেনদেন আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায়ও ছিল উল্লেখযো্গ্য পরিমাণে বেশি।

ইন্সুরেন্স খাতে সর্বোচ্চ লেনদেন হওয়া ৫ কোম্পানি হল-সোনারবাংলা ইন্সুরেন্স, সিটি ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, নর্দার্ন ইন্সুরেন্স ও পাইওনিয়ার ইন্সুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ইন্সুরেন্স খাতের শেয়ার লেনদেনে শীর্ষে ছিল সোনারবাংলা ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৩৪৪টি। আগেরদিন লেনদেন হয়েছিল ৭ লাখ ৮৬ হাজার ৯১৭টি শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৭ শতাংশ।

লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল সিটি জেনারেল ইন্সুরেন্স। সিটি ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ৯৭ হাজার ৭৮৯টি। আগেরদিন লেনদেন হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ৭৯৪টি শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.২৮ শতাংশ। আজ কোম্পানিটির লেনদেনে উল্লম্ফন দেখা গেছে।

প্যারামাউন্ট ইন্সুরেন্স ছিল এখাতে লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৮৫১টি। আগেরদিন লেনদেন হয়েছিল ২ লাখ ৬৬ হাজার ৬১৭টি শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.৫৬ শতাংশ। এ কোম্পানিটির শেয়ার লেনদেনেও উল্লম্ফন ছিল।

চতুর্থ স্থানে থাকা নর্দার্ন ইন্সুরেন্সের লেনদেন হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৮৪০টি। আগেরদিন লেনদেন হয়েছিল ৫ লাখ ৯ হাজার ২২৫টি শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৯৭ শতাংশ।

সবশেষে পাইওনিয়ার ইন্সুরেন্স ছিল ইন্সুরেন্স খাতে লেনদেন তালিকায় পঞ্চম স্থানে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ লাখ ১৭ হাজার ১টি। আগেরদিন লেনদেন হয়েছিল ৪ লাখ ৮২ হাজার ৩২৯টি শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.০২ শতাংশ।

এদিকে, আজ ৪৭টি ইন্সুরেন্সের মধ্যে ৪৬টি কোম্পানির শেয়ার দরই বেড়েছে। কেবল প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে। আজ ৬টি ইন্সুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে সার্কিট ব্রেকারের শীর্ষ ধাপে। কোম্পানিগুলো হলো-সোনারবাংলা ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স এবং প্রভাতী ইন্সুরেন্স। এর মধ্যে সোনারবাংলা ইন্সুরেন্সের দর বেড়েছে ৯.৯৭ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ, ফেডারেল ইন্সুরেন্সের ৯.৬৭ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ এবং প্রভাতী ইন্সুরেন্সে ৯.৫২ শতাংশ।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ