ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাটিক্যালস লিমিটেডে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাইডেলবার্গ সিমেন্টের ৯ দশমিক ৯৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৯ দশমিক ৯৭ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, আজিজ পাইপসের ৯ দশমিক ৯৬ শতাংশ, বিডি ল্যাম্পসের ৯ দশমিক ৯৪ শতাংশ, জেমিনি সী ফুডের ৯ দশমিক ৯৪ শতাংশ ও বঙ্গজের ৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৪৫ বারে ৩ লাখ ৪০ হাজার ২২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১৫৩ বারে ২১ হাজার ৬২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৯৫ বারে ১ লাখ ৫১ হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৭ লাখ টাকা।
শেয়ারবার্তা/ সাইফুল