পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছে অর্থমন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত তথ্যমতে, আজ বেলা ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম এবং বিএমবিএ এর সভাপতি ছায়েদুর রহমান ও সাধারন সম্পাদক রিয়াদ মতিনসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত থাকবেন।
এর আগে গত মঙ্গলবার বিএমবিএ’র সভাপতি ও সাধারন সম্পাদক বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সিনিয়র সচিবের সাথে সাক্ষাত করলে তিনি বৈঠকের কথা জানান।
শেয়ারবার্তা/ সাইফুল