1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজার উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৬ নির্দেশনা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পিএম

পুঁজিবাজার উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৬ নির্দেশনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
bd-goverment

পুঁজিবাজারের গতিশীলতা ও উন্নয়নের জন্য বেশকিছু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধিসহ ছয়টি স্বল্পমেয়াদি কর্মসূচি অচিরেই বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক নীতিনির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পুঁজিবাজারের গতিশীলতা ও উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ অচিরেই বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি করা, মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে কতিপয় ঋণ সুবিধার ব্যবস্থা করা এবং আইসিবি’র বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিকরণ।

নির্দেশনায় আরও রয়েছে, দেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও দেশীয় বাজারে আস্থা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা এবং বাজারে মানসম্পন্ন আইপিও বৃদ্ধির লক্ষ্যে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করাও রয়েছে স্বল্পমেয়াদি পদক্ষেপের মধ্যে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে মর্মে সভায় আলোচনা হয়।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ