1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেষ কর্মদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ পিএম

শেষ কর্মদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
dse-cse-trade

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৮১ পয়েন্ট বা ২ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ২৩০ পয়েন্ট। এদিন উভয় বাজারে লেনদেনও সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৬৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৪ কোটি ৬৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৪২ কোটি ৮২ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬২৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ