1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আইপিও’র অর্থ ব্যবহারে আরও ৬ মাস সময় চেয়েছে কুইন সাউথ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২১ এএম

আইপিও’র অর্থ ব্যবহারে আরও ৬ মাস সময় চেয়েছে কুইন সাউথ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
queen-south-textile-mills

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রকল্প বাস্তবায়নের জন্য আরও ৬ মাস সময় চেয়েছে। ইতোমধ্যে কোম্পানিটি প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে।এই টাকা দিয়ে কোম্পানিটি অটোমেটিক ওয়ারহাউজ নির্মার্ণ এবং কারখানা আধুনিকায়ন করবে। কিন্তু কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে পারেনি।

কোম্পানিটির আইপিও’র অর্থ ব্যবহারের সময় শেষ হয়েছে ২০১৯ সালের ৭ ডিসেম্বর। গত বছরের ৩০ নভেম্বর পরযন্ত কোম্পানিটি আইপিওর ৬ কোটি ৯৪ লাখ টাকা ব্যবহার করেছে; যা আইপিও ফান্ডের ৪৬ শতাংশ।

এ প্রসঙ্গে কোম্পানির সচিব মাসুম রানা বলেন, ”আমরা অটোমেটিক ওয়ারহাউজ নির্মার্ণের জন্য সিভিল ওয়ার্ক শেষ করেছি। কিন্তু আমাদের পুরো কাজ সম্পন্ন করতে আরও ৬ মাস সময় লাগবে।”

তিনি বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করার জন্য এলসি খোলা হয়েছে। কোম্পানির এজিএমে প্রকল্পের জন্য বর্ধিত সময় অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।

বস্ত্র খাতের কোম্পানিটি ২০১৭ সালের ১৪ নভেম্বর বিএসইসি কুইন সাউথ টেক্সটাইলের আইপিও অনুমোদন করে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ