পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল টিউবস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার, ইয়াকিন পলিমার, আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, আজ ১৬ জানুয়ারি কোম্পানিগুলোর শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস। আলিফ ম্যানুফ্যাকচারিং ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ বোনাস। ন্যাশনাল টিউবস ১০ শতাংশ বোনাস, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ বোনাস, নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার ১০ শতাংশ বোনাস ,ইয়াকিন পলিমার ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
এছাড়া আমরা টেকনোলজি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আমরা নেটওয়ার্কস লিমিটেড ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস।
শেয়ারবার্তা/ সাইফুল