সরকার পহেলা মার্চ কে জাতীয় বীমা দিবস বলে ঘোষণা করেছে । প্রতিবছর ‘খ’ ক্যাটাগরিতে দিবসটি পালনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বীমা দেশের একটি সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ আর্থিক খাত। বীমার ব্যপ্তির বৃদ্ধির লক্ষ্যে ও জনমনে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্যে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ যেমন: বীমা মেলা, দেশব্যাপী বীমা সম্পর্কিত সভা, সেমিনার, শোভাযাত্রা, বীমা দাবি পরিশোধের জন্য অনুষ্ঠান ইত্যাদি নিয়মিত আয়োজন করা হয়ে থাকে। এ কার্যক্রমকে আরো বেগবান বিশেষত: তৃণমূল পর্যায়ে বীমার বিস্তৃতি, জনসম্পৃক্ততা তথা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বীমা নীতি,২০১৪ এ জাতীয় বীমা দিবস চালুর কথা বলা হয়েছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ এ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বীমা কোম্পানিতে জাতির পিতার এই যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখার জন্য ১ মার্চ’কে “জাতীয় বীমা দিবস” ঘোষণা করা হয়েছে এবং তা প্রতিবছর ‘খ’ ক্যাটাগরিতে পালনের জন্য গত ৮ জানুয়ারি ২০২০ মন্ত্রিপরিষদ অনুমোদন প্রদান করেছে।
শেয়ারবার্তা/ সাইফুল