1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদেশীদের বিনিয়োগ কমেনি, আরো বাড়ার সম্ভাবনা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ পিএম

বিদেশীদের বিনিয়োগ কমেনি, আরো বাড়ার সম্ভাবনা

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
BSEC

বিদেশীরা বাংলাদেশের পুঁজিবাজার থেকে নিজেদের বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছেন, এ জাতীয় তথ্য সঠিক না। বরং বাজারের বর্তমান অবস্থায় সামনে বিদেশীদের বিনিয়োগ বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক জরুরী বৈঠকে স্টেকহোল্ডাররা এমনটি জানিয়েছেন। বিএসইসির কমিশনার স্বপন কুমার বালার সভাপতিত্বে অংশ নেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) ও শীর্ষ ব্রোকারদের প্রতিনিধি দল।

বিএমবিএ’র সাধারন সম্পাদক রিয়াদ মতিন বলেন, পুঁজিবাজারের চলমান অবস্থা নিয়ে কমিশন আজকে জরুরী বৈঠক ডেকেছিল। তারা আমাদের কাছে বিদেশীরা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে এমন খবরের বিষয়ে জানতে চান। এ খবর সঠিক নয় বলে কমিশনকে অবহিত করেছেন বিদেশীদের বড় পোর্টফোলিও মেইনটেইন করা ব্র্যাক ইপিএল, আইডিএলসি, সিটি ব্রোকারেজসহ অন্যান্য হাউজের প্রতিনিধিরা। একইসঙ্গে বর্তমান শেয়ারের নিম্ন দরের কারনে সামনে বিদেশীদের বিনিয়োগ বাড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন তারা।

রিয়াদ মতিন বলেন, আগামি ২০ তারিখে আসন্ন অর্থ মন্ত্রণালয়ের শেয়ারবাজার সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বৈঠকে নিয়ে আজকে আলোচনা হয়েছে। কমিশন আমাদেরকে ওই বৈঠকে পুঁজিবাজারের জন্য করণীয় এবং কার্যকরি প্রস্তাব রাখার জন্য বলেছেন। সরকার এ বিষয়ে আন্তরিক বলেও জানিয়েছেন।

লেনদেনের শুরুতে পেনিক সেল বেশি হয় বলে কমিশন জানিয়েছেন। তাই এই পেনিক সেল থামানোর জন্য সবাইকে পদক্ষেপ নিতে বলেছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার সংকট দেখা দিয়েছে, তা কিভাবে ফেরানো যায়, সে বিষয়ে কাজ করার জন্য বলেছেন বলে জানান রিয়াদ মতিন। আর বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে আহ্বান করেছেন।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ