পুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়েরর গঠিত সমন্বয় ও তদারকি কমিটি আগামি ২০ জানুয়ারি জরুরী সভার আহ্বান করেছে। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেন সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। ওইদিন দুপুর ২টায় আইসিবির পরিচালনা পর্ষদ কক্ষে জরুরী সভাটি অনুষ্ঠিত হবে।
প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রী সঙ্গে অংশীজনদের মতবিনিময় সভার প্রস্তাবনাসমূহের যথাযথ বাস্তবায়নে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মাকসুরা নুর এর সভাপতিত্বে পুঁজিবাজার নিয়ে ২০ জানুয়ারি সভা অনুষ্ঠিত হবে।
শেয়ারবার্তা/ সাইফুল