পুঁজিবাজারের চলমান ভয়াবহ পতনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির দর পতন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) শেয়ারবাজারের শীর্ষ ৩ মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির দর পতনে সূচক কমেছে ৪২.৩৭ পয়েন্ট।
কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
এদিন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১০৩.৪২ পয়েন্ট। এরমধ্যে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকা টোব্যাকো ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অবদান ৪২.৩৭ পয়েন্ট বা ৪১ শতাংশ।
এ সময় একক কোম্পানি হিসাবে সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে গ্রামীণফোনের দর পতন। এ কোম্পানির দর পতনে সূচক কমেছে ২২.৪০ পয়েন্ট। আর ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর কারনে ১১.৩৯ পয়েন্ট ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারনে ৮.৫৮ পয়েন্ট কমেছে।
শেয়ারবার্তা/ সাইফুল