1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লভ্যাংশ প্রেরণ করেছে চার কোম্পানি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪১ এএম

লভ্যাংশ প্রেরণ করেছে চার কোম্পানি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
dividend

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ প্রেরণ করেছে। কোম্পানিগুলো হল- ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বিবিএস কেব্লস লিমিটেড ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ঘোষিত বোনাস লভ্যাংশ বেনিফিশিয়ারি ওনারস (বিও) হিসাবে আর নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড: ঘোষিত বোনাস লভ্যাংশ গত ১২ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেছে। ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ছয় শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। পুনরায় বিনিয়োগের লক্ষ্যে সঞ্চিত আয় মূলধন হিসেবে ব্যবহারের জন্য বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪০ পয়সা।

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড: ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে আর নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। আর যাদের পাঠানো সম্ভব হয়নি, তাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে উদ্যোক্তা কিংবা পরিচালক ছাড়া অন্যান্য বিনিয়োগকারীর জন্য ১৭ শতাংশ নগদ ও সব বিনিয়োগকারীর জন্য ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে তেল ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে সাত টাকা ৯১ পয়সা, আর ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ১৯ পয়সা। আলোচিত সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে সাত টাকা ২৫ পয়সা।

বিবিএস কেব্লস লিমিটেড: ঘোষিত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে আর নগদ লভ্যাংশ গতকাল বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৯ টাকা ১৭ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৫ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে পাঁচ টাকা ৮১ পয়সা।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড: ঘোষিত বোনাস লভ্যাংশ গতকাল বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।

আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৯৮ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩৪ পয়সা। কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন রয়েছে, আর পরিশোধিত মূলধন ১৫৫ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৭৭ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ