1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:০২ পিএম

বড় উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

পুঁজিবাজারে টানা ৬ কর্মদিবস বড় পতনের পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বড় উত্থানে চলছে উভয় বাজারের লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ৮২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪২৪ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ