প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের। ওই বছরে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬১.৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড সিরামিক ২০১৯ সালে ১৪৬.২০ টাকা নিয়ে যাত্রা শুরু করে। যা বছর শেষে দাঁড়ায় ৬৭৫.৪০ টাকায়। এ হিসাবে এক বছরে কোম্পানিটির শেয়ার দর বাড়ে ৫২৯.২০ টাকা বা ৩৬১.৯৭ শতাংশ।
গত বছরে দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার দর বাড়ে সমতা লেদার কমপ্লেক্সের। এ কোম্পানিটির শেয়ার দর ৫০.৪০ টাকা থেকে ২৩৩.৭৩ শতাংশ বেড়ে হয় ১৬৮.২০ টাকা। আর তৃতীয় সর্বোচ্চ দর বাড়া বিকন ফার্মাসিউটিক্যালসের ১৬.২০ টাকার শেয়ার বেড়ে দাড়াঁয় ৪৪.৯০ টাকায়। অর্থাৎ শেয়ার দর বাড়ে ১৭৭.১৬ শতাংশ।
গত বছর দর বৃদ্ধিতে শীর্ষ ১০-এ থাকা বাকি কোম্পানিগুলোর মধ্যে- সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১৩৯.৩৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩৫.০৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৩৩.০৭ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯৫.০৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৮৯.৭৮ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬৭.৯১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬৬.৫০ শতাংশ ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৬২.৬৫ শতাংশ দর বাড়ে।
শেয়ারবার্তা / আনিস