1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
১৮ খাতে শেয়ার বিক্রির চাপ বেড়েছে
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পিএম

১৮ খাতে শেয়ার বিক্রির চাপ বেড়েছে

  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

বছরের প্রথম দিকেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ঝোঁক বেড়েছে। এরমধ্যে আর্থিক খাতের কোম্পানির শেয়ার বিক্রির প্রবণতা ছিল সবচেয়ে বেশি। শেয়ার বিক্রির চাপ অন্যান্য খাতেও প্রভাব ফেলে। সপ্তাহজুড়ে সিমেন্ট ছাড়া বাকি ১৮ খাতে বিক্রির চাপে শেয়ারদরে পতন দেখা যায়।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সাপ্তাহিক লেনদেন বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন তথ্য। ৯ জানুয়ারি শেষ হওয়া ডিএসইর সাপ্তাহিক লেনদেন তথ্য অনুযায়ী, গত সপ্তাহে আর্থিক খাতের মধ্যে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), ব্যাংক ও বিমা খাতে পতন হয়েছে।

এদিকে গত সপ্তাহে বিনিয়োগকারীরা সর্বোচ্চ লোকসান গুনেছে টেলিকম খাতের শেয়ারে। এ খাতের শেয়ার বিক্রির চাপে ডিএসইর সাপ্তাহিক লেনদেন কিছুটা বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে ২১ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

শেয়ার বিক্রির চাপে ডিএসইর সব সূচকেই পতন ঘটে। প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ২৬১ দশমিক ৯০ পয়েন্ট হারায়। ডিএসইর তথ্য বলছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানি ও সিকিউরিটিজ লেনদেনে অংশগ্রহণ করে। সপ্তাহ শেষে শেয়ারদর বৃদ্ধি পায় মাত্র ৩৪টির, কমে যায় ৩১০টির বা ৮৬ দশমিক ৩৬ শতাংশ, দর অপরিবর্তিত থাকে ১৩টির ও লেনদেন হয়নি দুটির।

সিংহভাগ শেয়ারের দরপতনে কমেছে ডিএসইর বাজার মূলধন। গত সপ্তাহ শেষে ডিএসইতে ১৭ হাজার ১৬১ কোটি টাকার বাজার মূলধন কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেনে সবচেয়ে বেশি ১৩ শতাংশ অবদান রাখে প্রকৌশল ও ব্যাংক খাতের শেয়ার। এ সময়ে জ্বালানি ও বিদ্যুৎ খাত আট শতাংশ, বস্ত্র খাত আট শতাংশ ও টেলিকম খাত এক শতাংশ অবদান রাখে। এছাড়া লেনদেনে ওষুধ ও রসায়ন খাত ৯ শতাংশ, জীবন বিমা খাত দুই শতাংশ, সিরামিক খাত তিন শতাংশ, আইটি খাত ৯ শতাংশ, সাধারণ বিমা খাতে ৯ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাত দুই শতাংশ ও এনবিএফআই খাত তিন শতাংশ অবদান রাখে।

খাতভিত্তিক লেনদেন পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে একক কোম্পানি হিসেবে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পায় ন্যাশনাল ফিড মিল লিমিটেডের। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ।

এ সময়ে ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় নাম লিখিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, খুলনা পাওয়ার কোম্পানি, কে অ্যান্ড কিউ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অপরদিকে গত সপ্তাহে লেনদেন শেষে শেয়ারদর পতনে শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া শীর্ষ ১০টির তালিকায় স্থান পেয়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইলস, ঢাকা ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইলস ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ