বিদায়ী সপ্তাহে (০৫ থেকে ০৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল ফিড মিলসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আগের সপ্তাহের শেষ দিন ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০.৪২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিলস ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ১০.৩৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের ৫.৭১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৫১ শতাংশ, খুলনা পাওয়ারের ৩.৪৭ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৩.৩৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৩৮ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২.১৭ শতাংশ বেড়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল