1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সিএসই এসএমই প্লাটফর্মে মিরা অ্যাগ্রোর প্রসপেক্টাস দাখিল
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পিএম

সিএসই এসএমই প্লাটফর্মে মিরা অ্যাগ্রোর প্রসপেক্টাস দাখিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য প্রসপেক্টাস জমা দিয়েছে স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান মিরা অ্যাগ্রো ইনপুটস লিমিটেড৷

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি সিএসইতে প্রসপেক্টাস দাখিল করে। সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থপনা পরিচালক গোলাম ফারুক কর্পোরেট সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসপেক্টাস দাখিলের সময় সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থপনা পরিচালক গোলাম ফারুক, মিরা অ্যাগ্রো ইনপুটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ এ মামুন, মিরা অ্যাগ্রো ইনপুটসের ইস্যু ম্যানেজার এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সিনিয়র ম্যানেজার ওয়ালিউর রহমানসহ সিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিরা এগ্রো ইনপুটস লিমিটেড ২০১৬ সালের ১০ জানুয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়৷ পরবর্তীতে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে৷ কৃষি পণ্যে ও বীজ জাত উন্নয়ন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, মিরা অ্যাগ্রো ইনপুটস লিমিটেডের প্রধান ব্যবসায়িক কার্যক্রম৷ জমাকৃত প্রসপেক্টাস পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সিএসই যাচাই বাছাই ও মূলধন উওোলন পূর্বক ২০২০ সালের প্রথম প্রান্তিকে লেনদেন হবে বলে আশা করা যাচ্ছে৷

ক্রমবর্ধমান অর্থনীতির চালিকাশক্তি হিসেবে এসএমই খাতের গুরুত্ব অপরিসীম৷ এই গুরুত্বকে অনুধাবন করে ডিএসই এসএমই খাতের উন্নয়নের জন্য ‘সিএসই এসএমই প্লাটফর্ম’ তৈরি করে৷ যার মাধ্যমে স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান ডিএসইতে তালিকাভুক্তির মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের যেমন সুযোগ পাবে। তেমনি দেশের অর্থনীতি তথা পুঁজিবাজার আরও গতিশীল হবে৷

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ