1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিতর্কের মুখে ডিএসইর বোর্ড সভায় কাউকেই না ডাকার সিদ্ধান্ত
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ এএম

বিতর্কের মুখে ডিএসইর বোর্ড সভায় কাউকেই না ডাকার সিদ্ধান্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
DSE

বিতর্কের মুখে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়ায় আজকের (০৯ জানুয়ারি) পর্ষদ সভায় কাউকেই না ডাকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি)। এলক্ষ্যে আজ সকালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বিতর্কিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হককে ডিএসইতে উপস্থিত না হওয়ার জন্য জানানো হয়েছে।

এর আগে বুধবার ২ জনের শর্ট লিস্ট থেকে শুধুমাত্র কাজী সানাউল হককে পর্ষদ সভায় ডাকার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়েছিল। কিন্তু অপর প্রার্থী যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলমকে না ডাকায় ডিএসইর পর্ষদের কিছু পরিচালক ও ব্রোকারদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরী হয়।

ডিএসইর এক কর্মকর্তা বলেন, পর্ষদ সভায় একজন প্রার্থীকে ডাকায় বিতর্ক তৈরী হয়। এজন্য এনআরসি কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান কাউকেই না ডাকার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এর আলোকে আজকে কাজী সানাউল হককে না আসার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) আগ্রহী প্রার্থীদের মধ্যে ৪ জনের সাক্ষাতকার নেয় ডিএসইর নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি)। এদের মধ্য থেকে ২ জনের নাম সুপারিশ করে পর্ষদে পাঠানোর সিদ্ধান্ত নেয় এনআরসি। দুজনের মধ্যে ছিলেন যমুনা ব্যাংকের সাবেক এমডি শফিকুল আলম ও আইসিবির সাবেক এমডি কাজী সানাউল হক।

আগের দিন দুজনের নাম পর্ষদে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হলেও বুধবার তা বিশেষ কারনে পরিবর্তন করা হয়েছিল। ডিএসইর এক পরিচালকের চেষ্টায় শুধুমাত্র কাজী সানাউল হককে পর্ষদ সভায় ডাকা হয়েছিল। যা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না অন্যরা। এক্ষেত্রে নষ্ট রাজনীতি করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ