1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লিজিং কোম্পানির টাকা আত্মসাতে এনআরবি গ্লোবালের এমডির বিরুদ্ধে মামলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩০ এএম

লিজিং কোম্পানির টাকা আত্মসাতে এনআরবি গ্লোবালের এমডির বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

ব্যাপক আর্থিক অনিয়ম ও ঋণ খেলাপির কারণে বন্ধ হয়ে যাওয়া আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিংসহ বিভিন্ন লিজিং কোম্পানির টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দদুক)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন।

সূত্রমতে, এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এর আগে প্রশান্ত কুমার হালদারকে গত বছরের ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করে দুদক।

উল্লেখ্য, প্রশান্ত কুমার হালদার রিলায়েন্স ফাইন্যান্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের এমডি থাকা অবস্থায় তার আত্মীয়স্বজনকে বেশ কয়েকটি লিজিং কোম্পানির ইনডিপেন্ডেন্ট পরিচালক বানান। একক কর্তৃত্বে অদৃশ্য শক্তির মাধ্যমে পিপলস লিজিংসহ বেশ কয়েকটি লিজিং কোম্পানির টাকা বিভিন্ন কৌশলে বের করে আত্মসাৎ করেন।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ