ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে মোট ১৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ লাখ ২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ১৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ব্যাংক এশিয়া, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, নাভানা সিএনজি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, এসএস স্টিল, ইউনাইটেড পাওয়ার ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের।
স্ট্যান্ডার্ড সিরামিক ২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংক ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল