1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাপক দরপতনের কবলে পুঁজিবাজার
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ এএম

ব্যাপক দরপতনের কবলে পুঁজিবাজার

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
share-market-dse-cse

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৫৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১২৮ পয়েন্ট। আজ দুই বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২২৮ পয়েন্টে; যা গত ৩ বছর ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ২৭ এপ্রিল এই সূচকের অবস্থান ছিল ৪ হাজার ২৩৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪২১ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৭৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪৭ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩২৭ কোটি ৪৬ লাখ টাকা।

আজ ডিএসইতে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৮৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ