পুঁজিবাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সামনে কালো মুখোশ করে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। তবে দেশে ৩৩ লাখ বিনিয়োগকারী থাকলেও তাতে ৩৩ জনের সাড়া পাওয়া যায়নি। এতে মাত্র ৭ জনের উপস্থিতি ছিল।
তিন হাজার টাকার বিনিয়োগকারী নেতা মিজানুর রশীদ চৌধুরীর নেতৃত্বে বুধবার আয়োজিত মানববন্ধনে এমন চিত্র দেখা গেছে।
মানববন্ধনে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি ও নামধারী বিনিয়োগকারী মিজানুর রশীদ চৌধুরী, এজিএম পার্টির সক্রিয় সদস্য ও সংগঠনটির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ৭ জন অংশ নেন।
এর আগে ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ-মানববন্ধনে বিনিয়োগকারীদের সাড়া পাওয়া যেত। তবে মিজান ও রাজ্জাকের বিক্ষোভের আড়ালে অনৈতিক উদ্দেশ্য হাসিলের বিষয়টি উম্মোচিত হওয়ায়, এখন সাড়াঁ পাওয়া যায় না।
শেয়ারবার্তা/ সাইফুল