1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পুঁজিবাজার উন্নয়নে ৫ সদস্যের কমিটি গঠন
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পিএম

পুঁজিবাজার উন্নয়নে ৫ সদস্যের কমিটি গঠন

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
dse-cse-trade

পুঁজিবাজারের উন্নয়নের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অর্থমন্ত্রাণলয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মাকসুরা নূরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজার উন্নয়নে সম্প্রতি অর্থমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষ বৈঠক করেছে। তাদের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা প্রনয়নসহ সমন্বয়কের ভূমিকা পালন করবে। এছাড়া বাস্তবায়নের অগ্রগতি ত্রৈমাসিক ভিত্তিতে মনিটরিং করে সরকারের নিকট রিপোর্ট পেশ করবে।

বর্তমানে দেশের পুঁজিবাজার গত ৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে। গতকাল মঙ্গলবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। গত ১ মাসে ডিএসইর লেনদেন ৪০০ কোটির ঘর অতিক্রম করতে পারেনি।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ