1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সূচকের পতনে চলছে লেনদেন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:১৬ এএম

সূচকের পতনে চলছে লেনদেন

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
share-market-dse-cse

ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৬ মিনিটে ডিএসইতে ৯১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ১১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ